এবার রাশিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই এবার রাশিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই রাশিয়া যাচ্ছে চীনা সেনারা। চীন-রাশিয়া ছাড়াও যৌথ এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত, বেলারুস, মঙ্গোলিয়া, তাজিকিস্তানসহ বেস কয়েকটি দেশ।

বার্তা সংস্থা রয়টারর্স এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আসন্ন এ মহড়ার নাম ভোস্তক। রাশিয়ার নেতৃত্বে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার সাথে বেইজিংয়ের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এ মহড়ায় অংশগ্রহণ করছে চীন।

আপনার মতামত লিখুন :