ভারতীয় জেলেদের সহায়তায় নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার

প্রকাশিত : ২১ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৬৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা উদ্ধার করেছে ৪১ জন জেলেকে। এছাড়া ঝড়বৃষ্টিতে ভারতের জলসীমায় হারিয়ে যাওয়া ২৪ জেলেকে উদ্ধার করে বনবিভাগের কাছে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় জেলেরা।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন অফিসার-এসও নুরুল আলম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৮ আগস্ট (বৃহস্পতিবার) দুর্যোগের কবলে পড়ে নিখোঁজ হয় ৪১ জেলে। শনিবার (২০ আগস্ট) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভায়রণ্যে তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।পরে তাদের বক্তব্য অনুযায়ী, তিনটি সাগরগামী নৌকাও উদ্ধার করা হয়।

এসও নুরুল আলম আরও জানান, নিখোঁজ হওয়া আরও ২৪ জেলে ভাসতে ভাসতে ভারতীয় সীমায় ঢুকে পড়েছিল। যা ভারতীয় জেলেদের নজরে পড়লে তারা বাংলাদেশি জেলেদের উদ্ধারপূর্বক বনবিভাগের হলদেবুনিয়া অফিসে হস্তান্তর করেন। ওই ২৪ জেলে বর্তমানে হলদেবুনিয়াতেই বনবিভাগের কাছে নিরাপদে আছে। উদ্ধার হওয়া জেলেরা বরগুনা, পিরোজপুরসহ দেশের বিভিন্ন উপকূলীয় জেলার বাসিন্দা।

আপনার মতামত লিখুন :