২১শে আগস্টের প্রথম প্রহরে শহিদদের স্মরণ

প্রকাশিত : ২১ আগস্ট ২০২২

মোমবাতি জ্বালিয়ে ও ২৪ মিনিট নীরবতা পালন করে ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শহিদদের স্মরণ করেছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সৈয়দ নজরুল ইসলাম সরণিতে এই কর্মসূচি পালিত হয়। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহিদ ২৪ জনের স্মরণে পালন করা হয় ২৪ মিনিটের নীরবতা।

২১শে আগস্ট গ্রেনেড হামলাকে ১৫ই আগস্টের ধারাবাহিকতা উল্লেখ করে বক্তারা বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার কুশীলবদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। তারেক জিয়াসহ যে সব আসামি বিদেশে আছে তাদের দেশে এনে বিচারের দাবি জানান তারা। ২০০৫ সাল থেকে সংগঠনটি নিয়মিত এই কর্মসূচি পালন করে আসছে।

আপনার মতামত লিখুন :