ঢাকার আশুলিয়ায় তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ২১ আগস্ট ২০২২

ঢাকার আশুলিয়ায় ডিম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দর বৃদ্ধি, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখায় ৩ ব্যবসায়ীকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি দোকান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ী এলাকার ডিমের পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানাকৃত দোকানগুলো হলো-আসিফ হোসাইন এন্টারপ্রাইজ, এসজে এগ্রো ও ফয়সাল এন্টারপ্রাইজ। আর তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আসিফ হোসাইন এন্টারপ্রাইজের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রো প্রতিষ্ঠানের মালিক স্বপন ইসলামকে আটক করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি, সিন্ডিকেট করে ডিমের দর বৃদ্ধিসহ বিভিন্ন অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে ফয়সাল এন্টারপ্রাইজকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :