নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন, ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চারা বিতরণ

প্রকাশিত : ২১ আগস্ট ২০২২

নড়াইলে বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। এছাড়া ২০০ ছাত্রছাত্রীকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে গত শনিবার (২০ আগস্ট) থেকে শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে, নড়াইলের রঘুনাথপুর-ঘোড়াখালী সামাজিক বনায়ন সমিতির সুফলভোগী ২৯ জনকে ১৪ হাজার ৯০৬ টাকা করে চেক প্রদান করা হয়।

যশোরের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র নড়াইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ, সামাজিক বনায়ন অঞ্চল নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে।

আপনার মতামত লিখুন :