শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত : ২২ আগস্ট ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘সত্য, সেবা, নীতি, ধর্ম- জীবনের চারি কর্ম’ এ প্রতিপাদ্যের আলোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিণা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দের সম্মিলিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে মধ্যাহ্ন ভোগরাগ শেষে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল কুন্ডু, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির কার্যকরী সভাপতি রামকৃষ্ণ পাল, শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক ধ্রæব লাল বণিক, সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ নির্মল কর্মকার প্রমুখ।

এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিণায় শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার উদ্যোগে ১০দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :