নিখোঁজ জেলেদের স্বজনদের ভিড় আড়ৎ ঘাটে কান্নায় ভারী হচ্ছে উপকূলের বাতাস

প্রকাশিত : ২২ আগস্ট ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পরে ৭টি মাছ ধরা ট্রলারসহ ১১৭ জেলে নিখোঁজ হয়। এর মধ্যে রবিবার দুপুর ১ টার দিকে এফবি শাহ-আলম ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করে মৎস্য বন্দর মহিপুরে আড়ৎ ঘাটে নিয়ে আসা হয়েছে। একই দিন নিজামপুর কোস্টগার্ডের সদস্য ইঞ্জিন বিকল হওয়া এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলারসহ ২৩ জন জেলেকে উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ জেলেদের মধ্যে এফবি স্বাধীন ট্রলারের ১১ জেলের সন্ধান মিলেছে পাশর্^বর্তী দেশ ভারতে এমন তথ্য জানা গেছে স্থানীয় ও জেলেদের সূত্রে।

এদিকে নিখোঁজ জেলেদের ফিরে আসার অপেক্ষা করছে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর আৎড় ঘাটে। গভীর সমুদ্র থেকে ট্রলার ঘাটে ফিরে আসলেই শত শত মানুষ ছুটে যাচ্ছেন সেখানে। নিখোঁজ জেলেদের সন্ধান না পেয়ে স্বজনদের কান্নায় ভারি হচ্ছে উপকূলের বাতাস।

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির তথ্য মতে, ঝড়ের কবলে পড়ে শুক্রবার (১৯ আগস্ট) নিখোঁজ হয় এফবি জলিল, এফবি আলী হোসেন, এফবি মায়ের দোয়া, এফবি রাকিবুল, এফবি ওবায়দুল, এফবি জাবের, এফবি আবদুল্লাহ। এছাড়া নিখোঁজ একটি ট্রলারে ১১ জেলের পাশর্^বর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ছিলো। তারা তীরে আসার পথে দিক হারিয়ে ফেলে। মহিপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাধারন সম্পাদক মো.রাজা মিয়া বলেন, বিক্ষিপ্ত ভাবে মিসিং ট্রলারের সঠিক তথ্য দেয়া মুসকিল হয়ে পড়েছে। তবে আলীপুর এবং মহিপুরের আড়ৎঘাটে হাজার হাজার মানুষ ভীড় করছেন নিখোঁজ জেলেদের সন্ধানে। ট্রলার ঘাটে আসলেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ট্রলারটির দিকে। সে দৃশ্য হৃদয় বিদারক বলে তিনি সাংবাদিকদের জানান।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতা রয়েছে। তবে সাগরে ঝড়ের কবলে পরে কিছু জেলে ভারতে অবস্থন করছে। সেখানকার মৎস্য ইউনিয়নের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। তবে লাশ উদ্ধারের খবর অনেকে বলছে তা সঠিক নয়।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরের মোহনার আনুমানিক ৬ নটিকাল মাইল দুরে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তিতে ওই ফিসিং ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সব জেলেদের বড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালি উপজেলায়। উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। তবে টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতাও চলছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :