মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২২

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: ২২ আগষ্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় অভিযানে পাকা ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মনির উদ্দিন চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা, কুদরত উল্যা রোডে অবস্থিত মেসার্স ঈসা ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এছাড়াও আগামীকাল ২৩ আগস্ট সকাল ১১ টায় পশ্চিমবাজারের চাউলের পাইকারি ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সকল কাগজপত্র নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়।

আপনার মতামত লিখুন :