ঝিনাইদহে জাল টাকাসহ ২ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। আটকের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বাইশ হাজার পাঁচশত জাল টাকা, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন। এ ঘটনাটি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মো. তারেক।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা আনুমানিক ১২টার দিকে সীমান্তের শ্রীনাথপুর বিওপির শরিয়াঘাট বটতলা এলাকা থেকে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুন পাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো. সাইদ খান ও মাগুরা জেলার শতিজাতপুর গ্রামের মৃত একরাম মোল্লার ছেলে মো. মেহেদী হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে বাইশ হাজার পাঁচশত জাল টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যর ওপর ভিত্তি করে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেব পরিচয় দিয়ে বিজিবিকে ধোঁকা দেয়ার চেষ্টা করে তারা। সন্দেহজনক আচরণে ধরা পড়ে যান তারা। ব্যাপক জিজ্ঞাসাবাদের সময় জাল পরিচয়পত্র দেখায় তারা। মহেশপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :