কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলাবার বেলা ১১ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদীর পাড়ের চারিপাড়া গ্রামের ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ আর্টিলারি ব্রিগেড এর তত্ত¡াবধানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র উদ্যোগে প্রত্যেকে চাল, ডাল, তৈল, চিড়া, মুড়ি, লবন, মসলা ও বোতলজাত পানি দেয়া হয়। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে বানভাসি আসহায় পরিবারগুলো খুশি।

এসময় শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট’র ক্যাপ্টেন মো.সানজিদুর রহমান ও তার টিমের সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :