রাজধানীতে নকল ওষুধ বিক্রির অভিযোগে ছয়জনকে আটক

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২২

রাজধানীতে নকল আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিরা হলেন, মো. ওয়াজেদ ইসলাম শান্ত (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মো. মুরসালিন আহমেদ (১৮), মো. সবুজ মিয়া (১৮) এবং নান্টু (৫২)।

বুধবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, রাজধানীর নারিন্দায় অবস্থিত এক অবৈধ কারখানায় র‍্যাব-২ তল্লাশি চালায়। পরে কামরাঙ্গীরচর, কাঁটাবন, নাজিরা বাজার, গুলিস্তান ও পুরান ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব আরও জানায়, তারা কারখানায় নকল ওষুধ তৈরি করতো এবং বিভিন্ন জায়গায় তা বিক্রি করতো।

অভিযানের সময় নকল ওষুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, ‘তারা এই ব্যবসা গত ২-৩ বছর ধরে করছে। আটকদের আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :