ডিজিটালাইজেশনের সাথে বাড়েনি সাইবার নিরাপত্তা

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২২

সাইবার হামলা থেকে রক্ষা পেতে ডিজিটাল অবকাঠামো শক্তিশালি করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, এর পাশাপাশি সবার সচেতন হওয়ার বিকল্প নেই। ডিজিটালাইজেশনের সাথে তাল মিলিয়ে দেশের সাইবার নিরাপত্তার অগ্রগতি হয়নি বলেও মত তাদের। সরকারের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বলছে, নানা ধাপে কাজ করছেন তারা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইবার নিরাপত্তায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়। বলা হয়, বিভিন্ন দেশ থেকে একের পর এক সাইবার হামলা চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ডিজিটালাইজেশনে যতটা এগিয়েছে সেভাবে গুরুত্ব দেয়া হয়নি সাইবার নিরাপত্তার বিষয়ে। ডিজিটাল অবকাঠামো শক্তিশালী না হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে না।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক(অপারেশনস) তারেক এম বরকতউল্লাহ জানান, সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে অনেকদূর এগিয়েছে বাংলাদেশ। সাইবার হামলা থেকে রক্ষা পেতে ব্যক্তি পর্যায়েও সবাইকে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত লিখুন :