পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের সিন্দুক চুরি

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র জানালার গ্রিল বাঁকা করে ভিতরে প্রবেশ করে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ আরো একটি লোহার সিন্দুক নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কলাপাড়া থানার সামনে পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদে।

এ সময় চোরেরা ছোট ছোট কাঠের দান বাক্সের টাকা পায়সাও নিয়ে গেছে। তবে এসব দানবাক্সে ঠিক কত টাকা ছিলো সেটা নিশ্চিত করতে পারেনি কেউ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। তবে চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পৌর শহরের বড় কেন্দ্রীয় জামে মসজিদের তদারকি কমিটির সাধারন সস্পাদক মো.হান্নান বেপারী জানান, মসজিদে বারান্দায় থাকা সিন্দুকের তালা ভেঙে টাকা পয়সাসহ প্রায় ১ মনের ওজনের একটি সিন্দুক চোরেরা নিয়ে গেছে। এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে তদন্ত করে গেছে।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনা শোনামাত্র আমরা মসজিদে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তারপরও আমরা চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

 

আপনার মতামত লিখুন :