নির্বাচনে জালিয়াতি, সু চির ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২২

নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত। বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার এই শাস্তির রায় দেওয়া হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজনের বেশি মামলা দায়ের করেছে। এর মধ্যে তার বিরুদ্ধে ১৮টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী নেইপিদোর জান্তানিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে।

রয়টার্স বলছে, এখন পর্যন্ত রায় ঘোষণা করা বিভিন্ন মামলায় অং সান সু চিকে ১৭ বছরেরও বেশি করাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সু চি অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করে এসেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে তিনি আটক আছেন।

আপনার মতামত লিখুন :