নবীগঞ্জে সাংবাদিক সুলতানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২২

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে সাংবাদিক ও ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ সুলতান আহমদ উপর সন্ত্রাসী হামলায় আহতের ঘটনায় দেশ- বিদেশে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে৷ এর প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা মেম্বার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পূর্ব ঘোষিত অনুযায়ী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷

বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের উমেদ আলী মেম্বারের সভাপতিত্বে ও শাহ সুজন মেম্বারের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত, ইউপি সদস্য দিলশাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম. মুজিবুর রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান, দুলন আহমেদ, ইউসুপ আলী, জগৎ সিং, দিলবাহার আহমদ, বাবলু আহমেদ,
আব্দস ছালাম, তোফাজ্জল হোসেন, সিজিল ইসলাম সেজলু মিয়া, কাজী বদরুজ্জামান, ইছমত আলী, মহিউদ্দিন, শামসুন্নাহার, মহিলা ইউপি সদস্য রশমালা বেগম, কুলসুমা বেগম, গোলশানা বেগম, হালিমা বেগম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গত ৩০ আগষ্ট রাতের আধারে উপজেলার ক্রাইমজুন হিসাবে ক্ষেত ৪নং দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে নাগরিক সেবামূলক কাজ শেষে সাংবাদিক ও মেম্বার শাহ্ সুলতান আহমদ বাড়ী ফেরার পথিমধ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা যেভাবে তাকে প্রানে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ক্ষত- বিক্ষত করেছে। এ ন্যাক্কারজনক ঘটনাটি বরদাশত করার মতো নয়। সৃস্টি কর্তার অশেষ কৃপায় সুলতান আহমেদ এখনও হাসপাতালের বিচানায় রয়েছেন।

তাই অনতিবিলম্ব আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে৷ অন্যতায় উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন মেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ৷

আপনার মতামত লিখুন :