বাবুলের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে কৃষকদলের বিক্ষোভ

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২২

আজ ৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ফরিদপুরে কোটবারের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলায় কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আহতের ঘটনায় ঢাকায় নয়াপল্টনে সন্ধ্যা ৬ টায় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, নিশিরাতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানো ভয়ে সারাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকমীর্দের উপর হামলা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ ফরিদপুর কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর তারা হামলা করেছে। এই হামলার বিচার বাংলাদেশের মাটিতে একদিন আমরা অবশ্যই করবো।

তিনি বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। যেকোন মূল্যে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি আগামীকাল ৫ সেপ্টেম্বর সোমবার এ হামলার প্রতিবাদে সারাদেশ ব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, সহ সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, দপ্তর শফিকুল ইসলাম, কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন বেপারী, সহ—দপ্তর সম্পাদক এ্যাড. সোলেমান হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরসাদুল আরিস ডল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, কেন্দ্রীয় সদস্য হাবিল শিকদার কবির, মির্জা মেহেদী হাসান, আমিনুর রহমান, কামরুজ্জামান বকুল প্রমুখ।

আপনার মতামত লিখুন :