রাজধানীর বনানীর ফ্ল্যাট থেকে বিপুল বিদেশি মদ উদ্ধার

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে বনানীর ১১ রোড়ের ৭৭ নম্বর হাউজের এম ব্লকের ব্যাংক এশিয়া বিল্ডিংয়ের লিফটের ৮ নম্বর বাসায় এই অভিযান পরিচালনা শুরু করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণে লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানা বিস চকলেট, কুশ ও সিনথেটিক এবং বিভিন্ন রকমের মূর্তি উদ্ধার করা হয়েছে। বাড়িটি থেকে সেলিম সত্তার নামে একজনকে আটক করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান আরও জানান, ‘আমাদের অভিযান চলমান। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন :