দুই কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করছে আ’লীগ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২২

সাংগঠনিক গতি ফেরাতে তৎপর আওয়ামী লীগ। তৃণমুলের সম্মেলনের পাশপাশি চলছে সদস্য সংগ্রহের অভিযান। দলটির নেতারা বলছে ১৬ কোটি মানুষের মধ্যে তাদের টার্গেট দুই কোটি সদস্য সংগ্রহ করা। সুষ্ঠু প্রতিযোগিতপুর্ণ নির্বাচনের প্রস্তুতি নিতে বার্তা দেয়া হচ্ছে তৃণমূলে। শোকের মাস কাটিয়ে পুরোদমে সাংগঠনিক কার্যক্রমে ফিরেছে আওয়ামী লীগ। চলছে জেলা-উপজেলায় সম্মেলন। এদিকে, আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরেও সক্রিয় স্থানীয় রাজনীতি।

নেতারা বলছেন, বিএনপির মাঠ দখলের কোন অশুভ ফাঁদে পা দিতে চায় না আওয়ামী লীগ। বরং সব দলকে নির্বাচনে আনতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চান তারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘এখন সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। এখন কার্যক্রম আমরা খুব জোরেশোরে শুরু করেছি। ডিসেম্বরে কাউন্সিল শুরু হবে।প্রস্তুতি হিসেবে মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত কমিটিগুলো আছে সেগুলো করা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, সকল দলের অংশগ্রহনে অবাধ সুষ্ঠ নিরপক্ষ নির্বাচনে বাংলাদেশে তিনি নিশ্চিত করবেন। নির্বাচনের আগে দলীয় সমর্থক বাড়াতেও গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য জেলা উপজেলা এমনকি ওয়ার্ড বা ইউনিয়নেও চলছে সদস্য সংগ্রহের অভিযান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ’দুই কোটি আমাদের টার্গেট। আগে সাড়ে সাত কোটি মানুষ ছিল বাংলাদেশে। সেখানে এখন জনসংখ্যা ১৬ কোটি ৫০ লক্ষ। সেই বিবেচনায় আমরা দলের সদস্য সংখ্যা বেশি করার লক্ষ নিয়েই দলকে গুছাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে দলে গতিশীলতা আনাই মুল লক্ষ্য বলে জানান এ নেতারা।

 

আপনার মতামত লিখুন :