কলাপাড়ায় পিআইও অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় প্রকল্প বস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে তাদের অফিসের কাজ কর্ম বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে।

দাবী গুলো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পুরন।

এসব দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯ থেকে ১০ বছর ধরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে বলে প্রকল্প বস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির বলেন,সারা দেশের ন্যায় কলাপাড়ায়ও বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসুচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন :