একটি ইলিশ বিক্রি হলো ৫ হাজার টাকায়

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। এটির ওজন ২ কেজি ৭২০ গ্রাম । গভীর সমুদ্রে বশির সরদারের নামবিহীন একটি ট্রলারের জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। সোমবার বিকেল ৩ টার দিকে এই ইলিশ মাছটি পাঁচ হাজার টাকায় কিনেছেন এক আড়ৎ মালিক মুজিবুর রহমান। তবে মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে বলে তিনি জানান।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, সমুদ্রে বিভিন্ন সাইজের ইলিশের সথে ২কেজি ৭২০ গ্রাম ওজনের মাছটি জালে উঠে আসে। পরে তা বিক্রির জন্য তিনি আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে নিয়ে আসেন। মাছগুলো বেশ ভালে দামেই বিক্রি হয়েছে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা বলেন, জেলেদের জালে বেশ কিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। তাঁর মধ্যে এই মাছটিই সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :