বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকরিমকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক দেয়া হয়। এছাড়া বই ও ক্রেস্ট উপহার দেয় ইসলামিক ফাউন্ডেশন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রী খুশী হয়েছেন। তার নির্দেশেই এ সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এ আয়োজনে অংশ নেন তাকরিমের পরিবার এবং মাদ্রাসার শিক্ষক-সহপাঠীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় পবিত্র হারাম শরিফে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তাকরিম। প্রতিযোগিতায় ৫টি শাখায় ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিটি শাখায় ৩ জন করে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে বাংলাদেশের হাফেজ তাকরিম শুদ্ধ উচ্চারণসহ ১৫ পারা কোরআন মুখস্থ বিভাগে তৃতীয় হয়।

বিশ্ব দরবারে বাংলার পতাকা তুলে ধরায় সবার মতো গর্বিত তাকরিমের বাবাও। এজন্য মাদ্রাসার শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :