মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা প্রসাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ সেপ্টেম্বর। “পর্যটনে নতুন ভাবনা” প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃতে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী¡ বের হয়ে শহরের প্রেসক্লাব চত্তর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউসের মুন হলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, জেলা পর্যটন সংস্থার সাধারণ সম্পাদক কাজী সামছুল হকসহ অন্যন্যরা। সভায় জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন স্পট নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হোটেল-রিসোর্ট মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :