র‍্যাব-৩ এর বিশেষ অভিযানে গুলশান এলাকা হতে ১৬৮ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২

র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর গুলশান এলাকা হতে ১৬৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এলাকার হতে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ নয়ন হাসান (৪৪), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-সন্মান্দী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত হতে ১৬৮ বোতল বিদেশী মদ এবং একটি প্রাইভেটকারসহ ১৯/১০/২০২২ তারিখ ২০৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে। অধিনায়ক আরো জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং রাজধানীর মুগদা থানায় অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এফআইআর রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :