চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাত ৮টার পর খোলা রাখায় জরিমানা

প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জয়কালি বাজার ও সৈয়দকুচাইয়া এলাকায় ১৫ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :