বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৮ অক্টেবার কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে অপর পক্ষের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ নতুন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা কর্মী মতিঝিলের আজিজ ভবনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।এসময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় মেলার পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ।

এসময় কেন্দ্রীয় অফিসে দুপক্ষের নেতাকর্মীদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় দুপক্ষের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের লক্ষ্যে বক্তব্য রাখেন। যেকোন মূল্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেনে। এসময় একাংশের পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, সভাপতিমন্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদকবৃন্দসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরেক অংশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ নতুন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিকদার মাহমুদুল আলম তারেক, রাজবাড়ীর সভাপতি আহসান হাবিব মনি, নোয়াখালীর সভাপতি সুজন মজুমদার, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি নবেন্দু সাহা নব, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক শেখ নূর কুতুবুল আলম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক দীপরাজ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ শরীফ, প্রমুখ নেতৃবৃন্দ।

দুই অংশের নেতৃবৃন্দের যৌথ আলোচনায় দুপক্ষের নেতৃবৃন্দ বলেন, ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের কোন বিকল্প নাই। কেননা আমাদের অভিভাবক মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই হবে। দুপক্ষের নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, একটি মাত্র কেন্দ্রীয় কমিটি কর্তৃক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সারাদেশের সাংগঠনিক কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন :