ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯৮৩

প্রকাশিত : ১ নভেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ১৪৮ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন রোগী। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫৯৮ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২৭৬ জন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ৫৩২ জন ঢাকার হাসপাতালে, আর ৪৫১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার মতামত লিখুন :