সিরাজগঞ্জে দোকান বসানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ২৭


প্রকাশিত : ৫ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা বাজারে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ভাংচুরে ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে শাহজাদপুর ও এনায়েতপুর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত বাজারে দোকান বসানোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাচড়া ও ছোট মহারাজপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল।

এরই জের ধরে শুক্রবার দুপুরের দিকে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ সংঘর্ষে লিপ্ত হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ