কলাপাড়ায় বিষধর সাপ অবমুক্ত

প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ৭ ফুট দৈর্ঘের একটি তীব্র বিষধর সাপ অবমুক্ত করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া নামক বনে সাপটি অবমুক্ত করা হয়।

এ সাপটিকে কেউ বলে শঙ্খিনী বা ভোতালেজ কেউটে। আবার কেউ বলে ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খিনী বা শাঁখামুটি। এটির ইংরেজি নাম ব্যান্ডেড ক্রাউট (Banded krait)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।

এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন , হলুদ কালো ডোরা বর্ণের দুর্লভ এ সাপটি জালে আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে চিকিৎসা প্রদান শেষে অবমুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :