শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মধ্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার আওতায় চলতি রবি মৌসুমে ৭ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পেয়ঁজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চ থেকে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর কবীর। অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান আসাদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও কৃষাণী ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম তালুকদার।

উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকদের ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার,২ হাজার কৃষকদের ২০ কেজি গমের বীজ ও ২০ কেজি সার, চারশত জন কৃষককে ২ কেজি ভুট্টার বীজ ৩০ কেজি সার এবং ৫০ জন কৃষকে ১ কেজি পেয়ঁজের বীজ ও ২০ কেজি সার প্রতিজনকে দেওয়া হয়। মোট ৭ হাজার ৪৫০ জন মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়।

 

আপনার মতামত লিখুন :