রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে গোল কাট জব্দ


প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৩৭ বিজিবি রাজনগর জোনের অভিযানে ১৮৫ সিএফটি গামারী ও সেগুন কাট জব্দ করা হয়। প্রশাসনিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিলের দিক নির্দেশনায়, জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল টিম মারিশ্যাচর মুসলিম বল্ক এলাকাতে অভিযান পরিচালনা করে।

এ সময় আসামি বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৮৫ ফুট গামারী ও সেগুন কাট জব্দ করা হয়। উক্ত জব্দ করা কাটের দাম বর্তমান বাজার মূল্য দুই লাখ পঁচানব্বই হাজার টাকা। পরে জব্দকৃত কাট রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। জোন অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ শাকিল বলেন, বন রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, এভাবে অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করা যাবে না। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এসব বিষয়ে তৎপর রয়েছে।

 

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ