ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মতভিন্নতা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৩

উচ্চমাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেয়া অযৌক্তিক। এ মতামত ইউজিসির সাবেক এক চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের।
তবে পুরো সিলেবাসেই ভর্তি পরীক্ষা গ্রহণের পথে হাঁটছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ পরিস্থিতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়কেই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।

করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক সময়ের অনেক পরে সংক্ষিপ্ত সিলেবাসে হয় ২০২২ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা। বুধবার (৮ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া উচিৎ। পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা হলে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা শিক্ষার্থীদের।

এদিকে, বাস্তবতা মেনে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা গ্রহণকেই যুক্তিসঙ্গত মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।শিক্ষাবিদরাও মনে করেন, উচ্চমাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস পড়ানোর পর পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বিবেচনাপ্রসূত হবে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘যে বিষয়গুলো শিক্ষার্থীরা পড়ে নাই, সেটার উপর আমি পরীক্ষা নিচ্ছি। সেটা তো আমি মনে করি, তাদের উপর এটা একটা অমানবিক বিচার করা হবে। এটা যদি সত্যি সত্যি হয়, তাহলে লাভবান কারা হবে?’

যদিও ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে মন্তব্য করতে রাজি নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা গ্রহণের আভাস দিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক।

আপনার মতামত লিখুন :