কলার খোসা দিয়ে সহজেই আঁচিল দূর করা সম্ভব

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩

একাধিক পুষ্টিগুণ রয়েছে কলাতে। তবে শুধু কলাতে নয়, কলার খোসাতেও রয়েছে এমন গুণ যা জানলে আপনিও চমকে যাবেন। রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি হিসেবে কলার খোসা ব্যবহার অত্যন্ত লাভদায়ক হয়ে থাকে। কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণ মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রূপচর্চায় বিশেষ ভূমিকা পালন করে এই কলার খোসা।

তবে শুধুমাত্র রূপচর্চায় কলার খোসা ব্যবহার হয় এমনটাও কিন্তু নয়। আঁচিলের সমস্যা দূর করতেও বেশ কার্যকরী কলার খোসা। শরীরের যেকোনো অংশে আঁচিল দেখা দিলে কলার খোসার সাদা অংশটা দীর্ঘক্ষন ধরে সেই আঁচিলের ওপর ঘষে সেই আঁচিলের ওপর এক টুকরো কলার খোসা চাপা দিয়ে গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেই চিরতরে বিদায় নেবে আঁচিলের সমস্যা।

আপনার মতামত লিখুন :