শবে বরাতে বিস্ফোরক দ্রব্য বহন ও আতশবাজি-পটকা নিষিদ্ধ

প্রকাশিত : ৬ মার্চ ২০২৩

শবে বরাত উপলক্ষ্যে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী ০৭ মার্চ সন্ধ্যা ৬টা হতে পরদিন ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি।

শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে তা নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাতে দেশে শবে বরাত উদযাপিত হবে।

আপনার মতামত লিখুন :