গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে তৃষ্ণা বেকারীর মালিক শংকর পালকে ৫ হাজার, মাহিদা বেকারীর মালিক মো. রুহুল আমিনকে ১০ হাজার ও সাইদুল স্টোর্সের মালিক সাইদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এ সময় তিনি গ্যাস সিলিন্ডার ও মুদি মনোহরি দোকানের মালিকদেরকেসরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকার চার্ট টানিয়ে রেখে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশ দেন। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, পবিত্র রমজান মাসে ব্যবসায়ীর কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :