এবার মঞ্চে নোবেলের মাতলামি, জুতা ছুড়ে মারলেন দর্শকরা


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩

কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে মাতলামি করেছেন শিল্পী মাইনুল আহসান নোবেল। এ সময় দর্শকরা তাকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ফুলবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, ওই দিন রাত ৯টার দিকে মঞ্চে গান পরিবেশনের কথা ছিল নোবেলের। কিন্তু তিনি মঞ্চে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলার উঁচিয়ে রেখে বলেন, ‘দ্বিতীয় বার কুড়িগ্রাম আসলাম। এর আগে এসেছিলাম তোমাদের সাথে দেখা হয়নি। সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম। তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ।’ এরপর এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন। তারপর চশমা পেয়ে চোখে পরে ‘সে যে আমার জন্মভূমি’ গান পরিবেশন করেন। এসময় তিনি মাইক্রোফোন স্ট্যান্ড আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর মাতলামি শুরু করতে করতে বসে পড়েন।

মঞ্চে এমন অসংলগ্ন আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা তাকে জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরে আয়োজক কর্তৃপক্ষ নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নেয়। এ বিষয়ে নোবেল বা অনুষ্ঠান আয়োজকদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ