সাপাহারে শত্রুতার জেরে ৩ টি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 


প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলিনগর গ্রামের মৃত করমতুল্লার ছেলে সাহাজুল ইসলামের লিজ নেয়া মাছ চাষের তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোরের দিকে, এ বিষয়ে শাহাজুল বাদী হয়ে সাপাহার থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে খোট্টাপাড়া গ্রামের নজরুল ইসলামের নিকট হইতে ৪ টি কুকুর ৩ বছরের জন্য লিজ গ্রহণ করেন সাহাজুল ইসলাম। এদিকে তৃতীয় বছরের টাকা দিতে দেরি হওয়ায় শত্রুতার বশবর্তী হয়ে নজরুল ইসলাম ৩ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান দ্বাদশ জাতীয় নির্বাচন ভোটের দিন রবিবার তিনটি পুকুরে অসংখ্য মাছ পানির উপরে ভেসে থাকতে দেখে সাহাজুলকে খবর দেন। খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে নিশ্চিত হন পুকুরে বিষ দেয়া হয়েছে এ বিষয়ে ঐদিন সন্ধ্যায় সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাহাজুল ইসলাম।

এ বিষয় থানায় যোগাযোগ করা হলো ডিউটি অফিসার ও অভিযোগের তদন্তকারী উপ পরিদর্শক (এসআই )রজব আলী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ