রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪

রমজানে ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে সরকারপ্রধান এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পবিত্র রমজান ঘনিয়ে আসছে, মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো উচিত নয়।

তিনি বলেন, অনেক চক্রান্তের পরও নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। চক্রান্ত এখনও শেষ হয়নি, আন্তর্জাতিকভাবেও চক্রান্ত চলছে। বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধীদের বিচার করেছি। তাদের ষড়যন্ত্র তো আছেই। অনেক দেশ আছে আমি একজন নারী হয়ে ৫ বার ক্ষমতায় এটা তাদের পছন্দ না। ইয়েমেনে নতুন করে হামলা হয়েছে। এ সুযোগে অর্থনীতিতে একটা ধাক্কা আসতে পারে, বলেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :