ঝিনাইদহের মহেশপুর থেকে ৪০টি সোনার বার জব্দ

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪

ঝিনাইদহের মহেশপুর থেকে ৪০টি সোনার বারসহ রিমন হোসেন (২০) নামে একজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার মাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিমন ওই গ্রামের হযরত আলীর ছেলে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে মহেশপুরের মাটিলা এলাকায় সীমান্ত পিলার নম্বর ৫২/১৮-এর কাছে অবস্থান নেয় বিজিবি। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলারের দিকে হেঁটে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় তারা একটি কাপড়ের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে রিমন হোসেন নামে একজনকে বিজিবি আটক করতে সক্ষম হয়।

অন্যজন ভারতে পালিয়ে যায়। ওই কাপড়ের ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার আনুমানিক দাম ৪ কোটি ৬ লাখ টাকা। জব্দ সোনার বার জেলা ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। আটক রিমনের বিরুদ্ধে মামলা করে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

আপনার মতামত লিখুন :