কলাপাড়ায় একটি লেকে মিললো ৬০০ গ্রাম ওজনের ইলিশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৬ফেব্রæয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেকে মিললো ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। উপজেলার ডালবুঞ্জ এলাকায় একটি এগ্রো ফার্মের লেকে এ মাছটি ধরা পরে। সোমবার সকালে ওই লেকে মাছ ধরার জন্য জাল টন দেয়। এসময় অন্য মাছের সঙ্গে জীবিত ইলিশটি উঠে আসে। এমন খবর শুনে মাছটি একনজর দেখতে গ্রামের উৎসুক লোকজন ফার্মে ভীড় করেন। তাদের ধারনা লেকে পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট শাখা নদী থেকে এ ইলিশটি প্রবেশ করতে পারে।

এগ্রো ফার্মের পরিচালক মো.আরিফ বিল্লাহ বলেন, সোমবার সকালে ফার্মের লেকের মাছ ধরার জন্য বেশ কয়েক শ্রমিক জাল টানে। অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটি উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়। তবে মাছটিকে তারা খাওয়ার জন্য রেখেছেন বলে তিনি জানান। ওই ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করতে পারে বলে তিনি ধারণা করেছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে। তবে পুকুর বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না বলে তিনি সাংবাদিকদের জানান।

 

আপনার মতামত লিখুন :