করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল (ভিডিও)

প্রকাশিত : ৩ মে ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই প্রবল ঝড় ও বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে কাতারবাসী। আরব নিউজ জানিয়েছে, প্রবল এ ঝড়ে উড়ে গেছে রাজধানী দোহারে নির্মিত একটি অস্থায়ী করোনা হাসপাতাল। কাতারে এ পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৬ জন ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় একটি খোলা মাঠে গত দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ওই অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার ঝড়ে হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন। তবে কারও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :