ময়মনসিংহে চাঁদা আদায়কালে কাউন্সিলরসহ আটক- ২

প্রকাশিত : ১২ মে ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটক করা হয়েছে পৌর কাউন্সিলরসহ দুজনকে। হালুয়াঘাট থানা পুলিশ তাদের আটকের পাশাপাশি চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করছিল একটি চক্র। এসময় পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলে দুজনকে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র মো. শামছুদ্দিন (৫২)। তিনি হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর। আটক আরেকজন আকনপাড়া গ্রামের আব্দুল হাশিমের পুত্র মো. হালিম (৪৫)। হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন,’আটক ব্যক্তিরা পৌর এলাকায় পণ্যবাহী গাড়ি থামিয়ে ২/৩ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :