গোপালগঞ্জে ক্ষেতে গিয়ে ধানকাটা শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৫ মে ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্ষেতে গিয়ে ‘চাষির হাসি সেল’ এর নিবন্ধনকৃত ১৬২ জন ধানকাটা শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমান। শুক্রবার তিনি উপজেলার বাগান উত্তরপাড়া বিলসহ বিভিন্ন বিলে গিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়া এই ১৬২ জন শ্রমিকের হতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় তার সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ধানকাটা শ্রমিকদের সংকট নিরসনে কর্মহীন মানুষদের নিয়ে ‘চাষির হাসি সেল’ নামে ফেসবুক পেজ খোলা হয়। এই পেজে অনেকেই রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিগণ প্রায় ২ সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন বিলে স্বেচ্ছশ্রমে ধান কেটে দিচ্ছেন। আমরা এসব শ্রমিকদের মাঝে উপহারস্বরূপ কিছু খাদ্যসামগ্রী বিতরণ করলাম।

 

আপনার মতামত লিখুন :