কলাপাড়ায় প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও কম্বল বিতরণ
প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬ জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে কলাপাড়া পৌরসভার উদ্যেগে এ কর্মসূচীর উদ্ধোধন করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
পৌর সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী প্রমুখ। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে কলাপাড়া পৌর শহরের ৬০ জন প্রতিবন্ধীকে কম্বল ও চারজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার ৩০০ দুঃস্থ্য নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়।