মৌলভীবাজারে আমরা ক’জন বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২০

রুবেল আহমেদ : মৌলভীবাজার জেলা দেশে বিদেশে বসবাসকারী আমরা ক’জন বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্দ্যোগে গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা বৃটেন প্রবাসী কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর কচুয়াস্থ গ্রামের বাড়ীতে হতদরিদ্র নিডি পরিবার এর মাঝে ক’জন বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপের উরা হয়।

 

সমাজসেবক ছালিকুল আলম টুকুর সভাপতিত্বে এবং ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর ও যুব সংগঠক মোহাম্মদ নানু মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আলহাজ্ব আনকার আহমদ, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম রেজা তরফদার ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর. কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, সামাজসেবক আলহাজ্ব ফারুক মিয়া. যুক্তরায্য প্রবাসী কমিউনিটি লিডার বিশিষ্ট সমাজসেবক ফরুক মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ গিয়াস উদ্দিন, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য লিপন মিয়া, একাটুনা ইউনিয়ন পরিষদের মেম্বার মনিরুল ইসলাম তরফদার ইমন. কনকপুুুর

 

ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর ইউ পি সদস্য খোরশেদ মিয়া,প্রবীণ মুরব্বী জগলুল আহমদ, সাংবাদিক গিয়াস আহমদ সমাজসেবক আলিম আহমদ,আমরা ক’জন বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপ এর ক্রিয়েটার ও এডমিন মোহাম্মদ কামাল মনসুর, সদস্য এম জসিম জে কে ও পারভেজ আহমদ প্রমুখ। আমরা ক’জন বন্ধু হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে প্রায় ২০০ গরীব অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণও করা হয়। যাদের অর্থায়নে ও সহযোগিতায় এই মহতি কাজ সম্পন্ন হয়েছে লিটন মিয়া(ইউ.এস.এ).মোঃ জালাল উদ্দিন (ইউ.এস.এ).মোঃ তাজ কামাল(ইউ.কে) আমজাদ হোসেন সানি (ইউ.কে)।পাবলু বকস (ইউ.কে).বাদশাহ মিয়া(কুয়েত প্রবাসী) এমদাদ রহমান তরফদার (ইউ.এস.এ)।মোঃ জাবেদ (সৌদি প্রবাসী)। শেখ মোঃ জুয়েল(কাতার প্রবাসী)।

 

হিরন আহমদ মিয়া(ইউ.এস.এ)। ও বেলাল আহমদ (দুবাই প্রবাসী) সহ বাংলাদেশ বসবাসরত অন্যান্য সদস্যবৃন্দ.। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ মৌলভীবাজারের আমরা ক’জন বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপের এই মহতি উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করে যাদের অর্থায়নে এই মহতি কাজে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পরিশেষে দেশে- বিদেশে বসবাসকারী সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং সকল মুদেগানদের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন একাটুনা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।

আপনার মতামত লিখুন :