২০০ শতাধিক গরীব ও অসায়দের মাঝে কমম্বল বিতরণ

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২০

গতকাল এই কনকনে শীতে বাড়ি -বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরন করেছেন পাকশিমুল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার “পাকশিমুল ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ” এই সংগঠনটির সভাপতি তরুন সমাজকর্মী মো.বাশার আহমেদ জানান এই সকল কর্মসূচি সমাজ বিনির্মানে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ! উক্ত ইউনিয়নের-পাকশিমুল, ভূইশ্বর, ব্রাহ্মণগাও, এবং কালিশিমুল গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায়দের খুজে তাদের মধ্যে এই শীতের কম্বল বিতরণ করা হয়।

 

তাদের এই কর্মসূচি দেখে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: রুবেল মিয়া, মো: ওবায়দুল হক ও আরিফ প্রমুখ।

আপনার মতামত লিখুন :