করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় জালকুড়িতে মাস্ক ও সাবান বিতরন
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় জালকুড়িতে মাস্ক ও সাবান বিতরন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউজ্জামান বদু। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ট্রন্সমিটার এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের পক্ষে এ মাস্ক ও সাবান বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবলীগ নেতা রাসেল শেখ, তাইফুল রহমান, রাজিব, কাদির, বাপ্পি, নওশাদ ও হারিস প্রমূখ।
এসময় মহানগর আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউজ্জামান বদু বলেন দেশে করোনা ভাইরাসের সংক্রমন বাড়ছে আমাদের সাবধান হতে হবে। অযথা ঘুরাঘুড়ি করা যাবে না, বাসায় থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। মাস্ক পড়তে হবে, বার বার সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। সরকারের ঘোষনা মানতে হবে।