গলাচিপায় মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস (কাভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন ও মাকস্ না পরার অপরাধে ৮জনক ৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭এপ্রিল) উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সাগর দোলা জুয়েলার্স ৫ হাজার, মাকস্ ব্যবহার না করায় ৭ জনক ১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্ক সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে ৭১ ব্যক্তিকে বিনামূল্যে মাকস্ বিতরন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, গত মার্চ মাসের শেষ দিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষকে নিরাপদ রাখতে গলাচিপা উপজেলা প্রশাসন সর্বাত্মক মাঠে কাজ করে যাচ্ছে ।
বিশেষ করে সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।