কালকিনিতে ২৭ হাজার পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান
প্রকাশিত : ৮ মে ২০২১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ২৭ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে করোনাকালীন মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে মেয়র এস এম হানিফ সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন,বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ ও উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী সব সময় বাংলার মানুষের জন্য ভাবেন,কিভাবে আপনারা ভাল থাকবেন, সুখে থাকবেন তার ব্যাবস্থা করার জন্য তিনি চেষ্ঠায় থাকেন। বাংলাদেশে বয়স্ক ভাতা,বিধোবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে মানবিক সাহায্য,সরকারী বিভিন্ন দপ্তর থেকে চিকিৎসার জন্য নগত টাকা সহ বিভিন্ন প্রকার সহায়তার জন্য সরকার সব সময় এগিয়ে আসছে।
তিনি আরো বলেন, আপনারা সবাই মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি সুস্থ থাকলে আমরা ও আমাদের দেশ ভাল থাকবে। আমরা আরো এগিয়ে যাবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ২হাজার ৫শ’ করে টাকা প্রদান করা হচ্ছে।