হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতের সাথে তাল মিলিয়ে চলে যায় মোবাইল নেটওর্য়াক

প্রকাশিত : ১১ মে ২০২১

ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ প্রতিনিধি): হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সর্বত্রে পল্লী বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে মোবাইলের সব অপারেটরের নেটওয়ার্ক চলে যায়।যথক্ষন বিদ্যুৎ আসবেনা নেটওয়ার্ক ও আসবেনা।হউক এক দিন বা দুই দিন।এতে মোবাইলের গ্রাহকদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে অহরহ।

স্থানীয় গ্রামীন ফোন সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে জানা যায়,কোন টাওয়াররেই বিদ্যুৎ ব্যাকাপ না থাকায় এই সমস্যা হচ্ছে। তবে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা তার কোন উত্তর দিতে পারেননাই।এই বিড়ম্বনার কারনে ফোনে জরুরী কাজ করতে পারছেননা ব্যবসায়ীরা।গ্রামিন নেটওয়ার্কের পাওয়ায় এতই দুর্বল যে কোন রকম টাওয়ারের নিচে থেকে এন্ড্রোয়েট সেট চালালানোত দুরের কথা বটম ফোন চালাতে হিমশিম খেতে হয় গ্রাহকদের।আর বিদ্যুৎ না থাকলেত নেটওয়ার্কের বালাই নেই।বিশেষ করে গ্রামীন ফোনের নেট হয়ে দাড়িয়েছে বড় বিড়ম্বনার।

এক সমীক্ষায় জানা যায়, নবীগঞ্জে হাজার হাজার মোবাইল গ্রাহক গ্রামীন ফোনের টাওয়ার বেশি থাকায় অন্য অপারেটরের সিম মোবাইল ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৯৫% লোক গ্রামীন ফোন সিম ব্যবহার করে আসছে কিন্তু এক দিকে বিদ্যুতের সাথে তাল মিলিয়ে নেটওয়ার্ক না থাকা অন্য দিকে গ্রাহকের তুলনায় টাওয়ারের রেঞ্জ পাওয়ায় কম থাকার কারনে এই বিড়ম্বনা সইতে হচ্ছে গ্রাহকদের।

ব্যবসায়ীরা জানান ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুতের সাথে তাল আর কত কাল এমন সমস্যা থেকে রেহাই পাবে জানেননা কেহ।অচিরেই শক্তিশালী নেট ওয়ার্ক আর বিদ্যুতের ব্যকাপ দিতে কর্তৃপক্ষে দৃস্টি কামনা করছেন গ্রাহকরা।

 

আপনার মতামত লিখুন :