ছাত্রলীগ নেতা ফাহাদ বিন সালাম এর ভালোবাসার “ঈদ উপহার” বিতরণ

প্রকাশিত : ১১ মে ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ বিন সালাম এর উদ্যোগে ১শত ৫০জন অসহায় ছিন্নমূল, কর্মহীন, খেটে খাওয়া মানুষদের মধ্যে ভালোবাসার ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটের সাথে নগদ ১ হাজার টাকা, ১০কেজি চাল, ১লিটার তেল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১কেজি পিয়াজ, ১প্যাকেট সেমাই, ১কেজি ডাল ও ১প্যাকেট দুধ প্রদান করা হয়।

ছাত্রলীগ নেতা ফাহাদ বিন সালাম বলেন, এই করোনার কঠিন পরিস্থিতিতে তার পক্ষ থেকে সামান্য উপহার দিয়েছেন মাত্র। তিনি সবার প্রতি আহবান করেন যে যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাড়ানোর জন্য। গত বছরের ন্যায় এবারও তিনি প্রথম রমজান থেকে প্রতিদিন শহরের একেক এলাকায় একেক দিন ইফতার বিতরণ করেন। তিনি আরো জানান- বলেন, পবিত্র মাহে রমজান মাসে অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের সেবা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।

 

আপনার মতামত লিখুন :